জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স এর প্রধান ফটক সংলগ্নে দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর “পুনাক রোজ গার্ডেন” গত ২২ ডিসেম্বর, বুধবার জনাব নুরজাহান আক্তার হীরা,সহধর্মীনি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ শুভ উদ্বোধন করেন।
জয়পুরহাট পুলিশ লাইন্স এর প্রধান ফটক সংলগ্ন মহিলা ব্যারাক এর বিপরীত পার্শে ৩৩ শতক জায়গা নিয়ে দৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর গোলাপ বাগানটি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিসহ ফোর্সের জন্য বিনোদন প্রদানকারী উদ্দীপক হিসেবে নির্মাণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ রেবেকা শারমিন, সহধর্মীনি, পুলিশ সুপার, জয়পুরহাট ও সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), জয়পুরহাট। জনাব জীবন নাহার নাসরিন(জেমি), সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব সামসি তাজরিন, সহধর্মীনি, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জয়পুরহাটসহ জেলা পুলিশ ও পুনাকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।